Sarada Devi was born in rural Bengal, India in 1853. As a young woman she experienced a spiritual awakening and decided to dedicate her life to God.
She first met Sri Ramakrishna in 1872 and the two were married shortly thereafter.
Sarada Devi spent the remainder of her life accompanying her husband as he traveled throughout India, preaching to both Hindu and Muslim audiences. Known for her deep insight and understanding of religious scripture, Sarada Devi was also an accomplished musician and poet. After Sri Ramakrishna's death in 1886, she continued his work by founding the Belur Math temple complex. In later years she toured Europe and America, establishing temples and disseminating Vedantic philosophy to Westerners. Sarada Devi died in 1920 at the age of 67.
মায়ের ১৭০তম জন্মতিথি তে অন্তরের শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম 🙏🏻🙏🏻🙏🏻
মাগো তোমার অপার করুণা অশেষ কৃপা যেন সদাই মোদের সাথে থাকে মা🙏🏻🙏🏻🙏🏻
হেথায় তিনি কোল পেতেছেন
আমাদের এই ঘরে।
আসনটি তাঁর সাজিয়ে দে ভাই,
মনের মতো করে।
গান গেয়ে আনন্দমনে
ঝাঁটিয়ে দে সব ধুলা।
যত্ন করে দূর করে দে
আবর্জনাগুলা।
জল ছিটিয়ে ফুলগুলি রাখ
সাজিখানি ভরে--
আসনটি তাঁর সাজিয়ে দে ভাই,
মনের মতো করে।
দিনরজনী আছেন তিনি
আমাদের এই ঘরে,
সকালবেলায় তাঁরি হাসি
আলোক ঢেলে পড়ে।
যেমনি ভোরে জেগে উঠে
নয়ন মেলে চাই,
খুশি হয়ে আছেন চেয়ে
দেখতে মোরা পাই।
তাঁরি মুখের প্রসন্নতায়
সমস্ত ঘর ভরে।
সকালবেলায় তাঁর হাসি
আলোক ঢেলে পড়ে।
একলা তিনি বসে থাকেন
আমাদের এই ঘরে
আমরা যখন অন্য কোথাও
চলি কাজের তরে,
দ্বারের কাছে তিনি মোদের
এগিয়ে দিয়ে যান--
মনের সুখে ধাই রে পথে,
আনন্দে গাই গান।
দিনের শেষে ফিরি যখন
নানা কাজের পরে,
দেখি তিনি একলা বসে
আমাদের এই ঘরে।
তিনি জেগে বসে থাকেন
আমাদের এই ঘরে
আমরা যখন অচেতনে
ঘুমাই শয্যা-'পরে।
জগতে কেউ দেখতে না পায়
লুকানো তাঁর বাতি,
আঁচল দিয়ে আড়াল ক'রে
জ্বালান সারা রাতি।
ঘুমের মধ্যে স্বপন কতই
আনাগোনা করে,
অন্ধকারে হাসেন তিনি
আমাদের এই ঘরে।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻